1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাপানে গোলটেবিল বৈঠক | দ্বিপ্রহর ডট কম
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাপানে গোলটেবিল বৈঠক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৩ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে “জাপান প্রবাসীদের ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৮ জানুয়ারি, রবিবার, টোকিওর একটি হলে জাপানের অনলাইন সংবাদ প্ল্যাটফর্ম “জাপান-বাংলা নিউজ”–এর উদ্যোগে এ গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জাপান-বাংলা নিউজের সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সামাদ কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমদ, ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মালেক, ইন্জি জহির, ইন্জি আব্দুল্লাহ আল মারুফ, এনসিপি জাপান সেক্রেটারি মোঃ রায়হান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এবং জাপান প্রবাসী বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি বাংলাদেশিরা।

অনুষ্ঠানের শুরুতে সভাপতির স্বাগত বক্তব্যে ড. সামাদ কামাল আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশি জনমানসে সৃষ্ট আগ্রহ ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, ফ্যাসিবাদোত্তর বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষা, প্রকৌশল, অবকাঠামোগত উন্নয়ন, জনমুখী প্রকল্প পরিকল্পনা, মানসম্মত স্বাস্থ্যসেবা, জবাবদিহিমূলক প্রশাসন এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা—এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

ড. সামাদ কামাল আশাবাদ ব্যক্ত করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, আর এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

অন্যান্য বক্তারাও তাদের বক্তব্যে সৎ নেতৃত্ব, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুষ্ঠু বিচারিক কাঠামো এবং চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত বক্তারা গণভোটে “হ্যাঁ” ভোট প্রদানের জন্য প্রবাসী ও বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করেন। তাদের অভিমত, “হ্যাঁ” ভোট বিজয়ী হলে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না, জুলাই বিপ্লবের শহীদদের হত্যার বিচার নিশ্চিত হবে এবং সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশানুযায়ী একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরাও নিজ নিজ নির্বাচনী এলাকার পাশাপাশি সমগ্র বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। আলোচনায় উঠে আসা সাধারণ দাবিগুলো হলো—
• নিরাপদ জীবনের নিশ্চয়তা
• অতীতে ফিরে না তাকানো
• বৈষম্য দূরীকরণ
• সামাজিক মর্যাদা ও সমান অধিকার
• সৎ নেতৃত্ব নির্বাচন
• সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন
• লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ
• আধিপত্যবাদের বিলোপ
• ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ
• শহীদ ওসমান হাদী হত্যার বিচার

প্রবাসীদের মধ্যে আরো বক্তব্য রাখেন এনসিপি জাপান এর সিনিয়র যুগ্ন আহবায়ক মুন্সি কামাল, উপদেষ্টা শাওন মাহমুদ, নাগামাৎসু ফারুক, মাসুম বিল্লাহ, অজয় মৈত্র, মোশাররফ হোসেন, ফজলে এলাহী আবু সুফিয়ান, শাহিন আলী, ফরহাদ, মামুন আব্দুল্লাহ প্রমুখ

সভাপতি তার সমাপনী বক্তব্যে জনগণের সকল ন্যায্য প্রত্যাশা বাস্তবায়নের কামনা করে গোলটেবিল বৈঠকের শুভ সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11