1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
ধর্মের প্রকৃত অনুসারী কখনো খারাপ মানুষ হতে পারে না | দ্বিপ্রহর ডট কম
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

ধর্মের প্রকৃত অনুসারী কখনো খারাপ মানুষ হতে পারে না

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৭৭ বার পঠিত

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ধর্মের প্রকৃত অনুসারীরা যে ধর্মের অনুসারী হোক না কেন কখনো খারাপ মানুষ হতে পারে না। তিনি বলেন, ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যারা অশুভ উদ্দেশ্য সাধন করতে চায় তারা জঙ্গিবাদ-সন্ত্রাসের জড়িয়ে পড়ে।

বৃহস্প‌তিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা বিভাগীয় আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় নেতারা সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি তারা তাদের ধর্মীয় ভায় সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল বিষয়ে বক্তব্য রাখলে সমাজের প্রভাব পড়বে। যুবসমাজ সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকসহ নানা প্রকার অসামাজিক কাজে লিপ্ত হবে না- তাই ইমাম, পু‌রো‌হিত ও ফাদারসহ বিভিন্ন ব্যক্তিদের এর দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, আমাদের সকলের সমাজ ক্ষতিগ্রস্ত হলে আমরা কীভাবে হাত থেকে রক্ষা পাব না।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতার বিধান পেয়েছি তার অন্যতম মূলনীতি হলো ধর্মনিরপেক্ষতা, যার অর্থ হলো সকলের সাংবিধানিকভাবে যার যার ধর্ম পালন করবে।

তিনি বলেন, আমি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত জনগোষ্ঠীর কল্যাণে সমান গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করব ইনশাল্লাহ।

ধর্ম প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, আমি নিয়ত করেছি ধর্ম রক্ষার লক্ষ্যে কোনো অন্যায় কাজে মনে হবে না এবং হতে দেব না।

অনুষ্ঠানে বিশ্ব ইজতেমার বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আমরা সম্মিলিতভাবে বছরপূর্তি অনুষ্ঠানের বিষয়ে চেষ্টা করেছি সকলের সহযোগিতায় বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

হ‌জের বিষ‌য়ে তিনি বলেন, হজযাত্রীদের ভোগান্তি হতে দেব না। হজযা‌ত্রীদের খরচ কমানোর লক্ষ্যে ইতোমধ্যে বিমানভাড়া ১০ হাজার টাকা কমানো হয়েছে।

বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, ধর্ম সচিব মোহাম্মদ আনিসুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11