1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে | দ্বিপ্রহর ডট কম
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২৫ মে, ২০১৯
  • ১০০৫ বার পঠিত
পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ঘোষণা করেছেন, তিনি আগামী ৭ই জুন পদত্যাগ করতে যাচ্ছেন। ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের ব্যাপারে তার নতুন পরিকল্পনা তার মন্ত্রীসভায় ও পার্লামেন্টে অনুমোদিত হবে না এটা স্পষ্ট হবার পরই তিনি পদত্যাগের ঘোষণা এলো।

কিছুক্ষণ আগে লন্ডনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এক আবেগপূর্ণ বিবৃতিতে থেরেসা মে তার বিদায়ের কথা ঘোষণা করেন। সংক্ষিপ্ত বিবৃতির শেষে তার গলা ভেঙে আসে, চোখ অশ্রুসজল হয়ে ওঠে। খবর বিবিসি বাংলার

তবে কনসারভেটিভ পার্টি একজন নতুন নেতা নির্বাচিত না করা পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

ব্রিটেনের বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

যেদিন তিনি বিদায় নেবেন সেদিন প্রধানমন্ত্রী হিসেবে তার দুবছর ৩২৭ দিন পুরো হবে। মার্গারেট থ্যাচারের পর তিনি ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

ব্রেক্সিটকে কেন্দ্র করে এ নিয়ে দুজন কনসারভেটিভ প্রধানমন্ত্রীকে বিদায় নিতে হলো। প্রথমজন ডেভিড ক্যামেরন যিনি ইউরোপিয়ান ইউনিয়নে থাকা-না-থাকার প্রশ্নে গণভোট দিয়েছিলেন। ২০১৬ সালের সেই গণভোটে ৫২ শতাংশ ইইউ ত্যাগের পক্ষে এবং ৪৮ শতাংশ ইইউতে থাকার পক্ষে ভোট পড়ে। এর পরই ডেভিড ক্যমেরন পদত্যাগ করেছিলেন কারণ তিনি গণভোটের সময় ইইউতে থাকার পক্ষে প্রচারাভিযান চালিয়েছিলেন।

দ্বিতীয় জন হতে যাচ্ছেন থেরেসা মে। তিনি প্রধানমন্ত্রী হবার সময় অঙ্গীকার করেছিলেন যে তিনি ব্রেক্সিট বাস্তবায়ন করবেন। কিন্তু কি ভাবে সেই ব্রেক্সিট হবে – তার এমন কোন পরিকল্পনা তিনি দিতে পারেন নি যা পার্লামেন্টের অনুমোদন পায়।

তা ছাড়া প্রধানমন্ত্রী হবার পর তিনি যে মধ্যবর্তী নির্বাচন দেন, তাতে কনসারভেটিভ পার্টি নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং উত্তর আয়ারল্যান্ডে ডিইউপির সমর্থন নিয়ে তাদের সরকার গঠন করতে হয়। এর পর থেকেই থেরেসা মে এর জনপ্রিয়তা ক্রমাগত কমতে থাকে।

ব্রেক্সিটকে কেন্দ্র করে তার মন্ত্রীসভার অনেক সদস্য একের পর এক পদত্যাগ করতে থাকেন।

অন্যদিকে ব্রেক্সিট কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে থেরেসা মের পরিকল্পনাটি যদিও ইইউ নেতাদের অনুমোদন পেয়েছিল, কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে এটি পর পর তিন বার তুলেও তা পাস করাতে ব্যর্থ হন তেরেসা মে।

এর পর তিনি বিরোধীদল লেবার পার্টির সমর্থন নিয়ে পরিকল্পনাটি পাস করানোর চেষ্টা করেন মিসেস মে। এর পর তিনি আরেকটি সংশোধিত পরিকল্পনা উপস্থাপন করেন, কিন্তু এর যে তীব্র বিরূপ সমালোচনা হয় তাতে এটা স্পষ্ট হয়ে যায় যে তার মন্ত্রীসভায় বা পার্লামেন্টে কোথাও এটা পাস করানো যাবে না।

এর পরই থেরেসা মেকে অবিলম্বে পদত্যাগের জন্য পার্টির নেতারা চাপ দিতে থাকেন। তারা বলতে থাকেন, দলের জনপ্রিয়তার ধস ঠেকাতে ও ব্রেক্সিট বাস্তবায়নের স্বার্থে মিসেস মেকে সরে যেতে হবে যাতে নতুন কেউ নেতৃত্ব নিতে পারেন।

অবশেষে আজ শুক্রবার সকালে থেরেসা মে পদত্যাগের কথা ঘোষণা করলেন।

থেরেসা মে বলেছেন, তিনি আশা করেন তার উত্তরসূরী যিনি হবেন তিনি ব্রেক্সিট বাস্তবায়ন করতে পারবেন, যার পক্ষে ২০১৬ সালের গণভোটে ৫২ শতাংশ ভোট পড়েছিল। কনসারভেটিভ পার্টি এখন নতুন একজন নেতা নির্বাচন করবে যিনি পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সম্ভাব্যদের তালিকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন, সাবেক ব্রেক্সিট মন্ত্রী ডমিনিক রাব, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট, এবং পরিবেশমন্ত্রী মাইকেল গোভের নাম রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11