চলমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও অন্যান্য এশীয় দেশসমূহকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কারণ, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এ সমস্যার সমাধান জরুরি।
মঙ্গলবার চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত চীন-দক্ষিণ ও এশিয়া মিডিয়া ফোরামে রোহিঙ্গা সংকটের বিষয়টি উত্থাপন করে এ আহ্বান জানানো হয়। শহরের হিলটন ইউক্সি ফুক্সিয়ান লেক রিসোর্টে দ্বিতীয় চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরামের পাশাপাশি চীন-দক্ষিণ এশিয়া মিডিয়া ফোরাম অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশে ১২ লক্ষেরও বেশি রোহিঙ্গা ববসবাস করছে। যাদের অধিকাংশই ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে দেশটির সেনা অভিযানের মুখে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ প্রবেশ করে।
মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হলেও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের আদিনিবাসে নিরাপদে ফিরিয়ে দেয়ার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ।
জেপি/এসএইচএস/পিআর