প্রশ্ন: ফি আমানিল্লাহ বলা কি বিদআত?
উত্তর:
ফি আমানিল্লাহ অর্থ: আপনাকে আল্লাহর নিরাপত্তায় দিয়ে দিলাম, তিনি যেন আপনাকে নিরাপদ রাখেন।
এটি একটি সুন্দর দুআ। তবে তা হাদীসের দুআ নয়। তবে অর্থটা যেহেতু ভালো তাই দুআ হিসেবে বলতে কোন আপত্তি নাই। এটাকে বিদআত বলা উচিৎ নয়।
অবশ্য সফরে বিদায়ের প্রাক্কালে বিদায় দাতা ও বিদায় গ্রহীতার আলাদা দুআ আছে সেটা পড়ার চেষ্টা করা উচিৎ।
===========
প্রশ্ন: কেউ যদি দুআ চায় তাকে কী বলে দুআ করা উচিৎ? অনেকে ফি আমানিল্লাহ বলে। এটা কি ঠিক?
উত্তর:
কেউ যদি বিশেষ কোন কিছু উল্লেখ না করে সাধারণভাবে দুআ চায় তাহলে তার জন্য যে কোন দুআ করা জায়েয়। যেমন, আল্লাহ আপনাকে ঈমানের উপর রাখুন, কল্যাণের উপর রাখুন, আপনার ইলম ও আমলে বরকত দান করুন, আল্লাহ আপনাকে হেফাজত করুন ইত্যাদি।
‘ফি আমানিল্লাহ’ অর্থ: আপনাকে আল্লাহর নিরাপত্তায় সোপর্দ করছি বা আল্লাহ যেন আপনাকে নিরাপদে রাখেন। এটিও বলতে কোন আপত্তি নেই। ইনশাআল্লাহ।
——————-
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।।