“মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” -এই শ্লোগানে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার অংশ হিসেবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব এর নিজস্ব অর্থায়নে ও সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
“জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি-২০২০” এর উদ্বোধন করেছেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সারাদেশে ১ কোটি চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
তারই অংশ হিসেবে,গত ৩০জুলাই (বৃহস্পতিবার) রাজশাহীর মোহনপুর উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মামুন অর রশিদ স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন। উল্লেখ্য যে উপজেলাস্থ বিভিন্ন পয়েন্ট ২০০টি চারাগাছ রোপন করা হয়।
অধ্যাপক ডা. মাসুম হাবিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রথম বৃক্ষরোপণ অভিযান শুরু করেছিলেন, তাঁর পদাঙ্ক অনুসরণ করে ‘মুজিববর্ষে’ পরিবেশের ভারসাম্য রক্ষায় স্বেচ্ছাসেবী কর্মীদের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করেছি।