যথাযোগ্য মর্যাদা ও নানা রকম কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশের ৪৯ তম বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ জাপান শাখা।
২০ ডিসেম্বের, রবিবার জাপান শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা জাপানের সাইতামা শহরের একটি মাঠে অস্হায়ী স্মৃতিসৌধ নির্মাণসহ বাংলাদেশের পতাকা ও ফুল দিয়ে মাঠ সুসজ্জিত করে দিবসটি উদযাপন করে।
অনুষ্ঠানের শুরুতে জাপান সময় সকাল ১০ টায় স্মৃতিসৌধে ফুল দিয়ে সম্মান জানায় বাংলাদেশ ছাত্রলীগ জাপান শাখার নেতাকর্মীরা ও জাপানে অবস্থানরত বাংলাদেশি ছাত্ররা।
এর মাধ্যমে ওই এলাকায় একটি আনন্দঘন পরিবেশের সৃস্টি হয়। আগত অথিতিরা বলেন, জাপানের মাটিতে এই প্রথম স্মৃতিসৌধ আমরা শহীদদের ফুল দিয়ে সম্মান জানাতে পেরে খুব আনন্দিত।
সেই সাথে তারা বাংলাদেশ ছাত্রলীগ জাপান শাখাকে ধন্যবাদ জানায় এত সুন্দর আয়োজন করার জন্য।
পরবর্তীতে জাপানের সাইতামা, টোকিও শহরের বিভিন্ন এলাকায় গাড়ি বহরে বিজয় র্যালী প্রদক্ষিন শেষে স্হানীয় বাংলা ফুড ভিলেজ নামে রেস্টুরেন্টে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,সংগঠনটির সভাপতি(ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম রকি এবং সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক রুহল আমিন মামুন। সভাপতি রাইসুল ইসলাম রকি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের স্বাধীনতায় যেমন গুরুত্বপূর্ন ভুমিকা রেখেছে তার ধারাবাহিকতা রক্ষায় দেশের যেকোনো দূর্যোগ মোকাবিলায় ভুমিকা রেখেছে। আমরা জাপান শাখা সবসময় কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক প্রস্তুত আছি।
সাধারন সম্পাদক রুহল আমিন মামুন বলেন, আমরা জাপান শাখা ছাত্রলীগ জাপানের মাটিতে স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখতে সব সময় ঐক্যবদ্ধ এবং বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠনকে আরও গতিশীল করার জন্য যে সকল সিটি কমিটি গুলো বাকি আছে তা অতি দ্রুত গঠন করার আশ্বাস দেন।
সেই সাথে দেশ ও প্রবাসের সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান।