জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, জাপান ।
রোববার বিকেলে রাজধানী টোকিওর একটি হলে এ আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
এতে সংগঠনটির আহ্বায়ক লাভলী মোস্তাফার সঞ্চালনা ও সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপান আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির আহ্বায়ক সামসুল আলম ভুট্টু।
বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর তোশিতা চাকমা এবং লেবার কাউন্সিলর জয়নাল আবেদিনসহ আরো উপস্থিত ছিলেন, জাপান আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাসুম, সদস্য লাজুহাসান লাজুর, জাপান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল আমিন রনি, ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম রকিসহ যুবলীগ নেতা জিয়াউল হক ও সহযোগী সংগঠনের নেতারা।
আব্দুল্লাহ আল মামুন/জাপান, টোকিও/ ২৯ আগস্ট, ২০২২