জাপানে সাকুরা জেবি ফাউন্ডেশন সংগীতানুষ্ঠান ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে মাতসুদো এলাকার একটি হলে এ সংগীনুষ্ঠান ও মিলন মেলার আয়োজন করে অলাভজনক সংগঠন সাকুরা জেবি ফাউন্ডেশন, জাপান।
সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাপান প্রবাসীসহ জাপানীজ নাগরিকদের নিয়ে আয়োজন করে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাকুরা মাসুদ।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন, সংগঠনটির চেয়ারম্যান সাকুরা মাসুদ। যারা অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি শিশুদের কল্যাণে গঠিত এ সংগঠন ভবিষ্যতে সবার সহযোগিতা অব্যাহত থাকলে ভালো কিছু উপহার দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এরপর তিনি ফুল দিয়ে বরণ করে নেন মাতসুদো সিটির মেয়র মীর খাজুয়েকে। পাশে ছিলেন, জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা।
উভয়েই সাকুরা জেবি ফাউন্ডেশনের প্রতি শুভকামনা ব্যক্ত করে বাংলাদেশি সবাইকে যেকোনো সমস্যায় এগিয়ে আসবেন বলে আশ্বাস দেন। এসময় মীর খাজুয়ে বাংলাদেশ তথা বাংলাদেশের মানুষকে অনেক ভালোবাসেন বলেও জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, কমিউনিটি নেতা মাসুম জাকির এবং তফসির আহমেদ তুহিনসহ আরো অনেকে।
সাংস্কৃতিক সংগঠন মাদলের সদস্যরা গানে গানে মাতিয়ে তুলে উপস্থিত সবাইকে।
এসময় বাংলাদেশি কমিউনিটির দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন। সবাই নাচে-গানে মেতে ছিলেন পুরো অনুষ্ঠান জুড়ে।
উল্লেখ্য: সাকুরা জেবি ফাউন্ডেশন একটি অলাভজনক সামাজিক সংগঠন যা জাপানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন উন্নয়নে কাজ করে থাকে এবং ইফতার মাহফিলের মতো সামাজিক অনুষ্ঠানেও তাদের অংশগ্রহণ থাকে। এটি “সাকুরা ফাউন্ডেশন” নামেও পরিচিত এবং এর মূল লক্ষ্য হলো দুর্যোগ কবলিত এলাকার প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো।
আব্দুল্লাহ আল মামুন/টোকিও