1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. enamulkhanbd@yahoo.com : Enamul Khan : Enamul Khan
  6. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  7. mamunjp007@gmail.com : mamunjp007 :
  8. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  9. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  10. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  11. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  12. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  13. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
সুদখোরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন | দ্বিপ্রহর ডট কম
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

সুদখোরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন

আবদুল্লাহ আল মামুন খুলনা বিভাগীয় প্রতিনিধি
  • আপডেট টাইম: শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ২০০ বার পঠিত

যশোরের চৌগাছায় মিজানুর রহমান মিঠু নামে এক সুদেকারবারী ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হায়দার আলী নামে চৌগাছা শহরের এক জুয়েলার্স ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার দুপুরে চৌগাছা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ২০১০ সালে ব্যবসায়ী প্রয়োজনে ন্যাশনাল ব্যাংক চৌগাছা শাখার তিনটি ব্লাঙ্ক (সাদা) চেক জামানত রেখে সুদে মিঠুর নিকট থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা দাদন হিসেবে নেন।

প্রতিমাসে ৪০ হাজার টাকা সুদ হিসেবে দিতে হয়। দীর্ঘ ৬ বছর সুদের টাকা দিয়েছেন ২৮ লাখ ৮০ হাজার টাকা।তার সুদের টাকা দিতে গিয়ে তিনি সর্বশান্ত হয়ে যায়। ২০১৬ সালে আমার চৌগাছা পৌর শহরের নিরিবিলিপাড়ার নিজের বসতি ভিটা বাড়ীসহ বিক্রি করে।

এ সময় পৌর শহরের হুদা চৌগাছা গ্রামের মৃত এরশাদ সর্দারের ছেলে স্থানীয় (মহুরী) দলীল লেখক রেজাউল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে সুদে মিঠুর নিকট থেকে দাদন নেওয়া ৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন তিনি। টাকা ফেরত দেওয়ার সময় মিঠু তাকে বলেন জামানত রাখা চেকের মধ্যে ১টি চেক হারিয়ে গেছে।

বাকী ২টি চেক তার নিকট ফিরিয়ে দেন। এর মধ্যে সুদে মিঠু জামানত রাখা ন্যাশনাল ব্যাংক চৌগাছা শাখার সেই চেক যার নং ৫৮১৯৫৪৮ ব্যবহার করে আমার নামে একটি লিগ্যাল নোঠিশ প্রেরণ করে ।

নোঠিশে সে বর্তমানে আরো ১১ লাখ টাকা পাবে বলে দাবী করে। বাধ্য হয়ে তিনি সংবাদ সম্মেলন করেন।

বিষয়টি গণমাধ্যমে প্রচার করে সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন

তিনি আরো বলেন, এ সমস্ত সুদে মহাজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার প্রশাসনকে মাঠে ময়দানে কাজ করতে তাগিদ দিয়েছেন।

আশা করি এ সংবাদ সম্মেলনের খবর গণমাধ্যমে প্রচার হলে সুদে মিঠুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন প্রশাসন। শুধু তিনিই নন, মিঠুর অত্যাচারে সর্বশান্ত হয়েছেন উপজেলার উত্তর কয়ার পাড়া গ্রামের হিন্দুপাড়ার শ্রী বসির বিশ্বাসের ছেলে শ্রী পরেশ বিশ্বাস, পৌর শহরের বিশ্বাসপাড়ার আইনাল হোসেন বিশ্বাসের ছেলে আশরাফ হোসেন বিশ্বাস, শহরের কারিকার পাড়ার মৃত মানিক বিশ্বাসের ছেলে নজরুল ইসলাম নজু, শহরের নজরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম, শহরের বিশ্বাসপাড়ার মৃত আব্দুস শুকুরের ছেলে আলা উদ্দীন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চৌগাছা বাজার জুয়েলারী সমিতির সভাপতি বাবু অনন্ত সরকার, সাধারণ সম্পাদক দিদার হোসেন ডাবলু, ব্যবসায়ী ফারুক হোসেন, স্বরুপদহ ইউপি মেম্বর জাকির হোসেন খান, ফখরুজ্জামান, নারায়ন মন্ডল, বাবুল হোসেন প্রমুখ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11